
দিল্লি গ্র্যান্ডমাস্টার্স কাল শুরু : অংশ নিচ্ছেন দেশের ১২ দাবাড়ু
দিল্লি গ্র্যান্ডমাস্টার্স কাল শুরু : অংশ নিচ্ছেন দেশের ১২ দাবাড়ু
স্পোর্টস ডেস্ক, চেসবিডি.কম
নয়াদিল্লি (ভারত) : ৮ জানুয়ারি ২০১৯
১৭তম দিল্লি আন্তর্জাতিক ওপেন গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্ট আগামী ৯ জানুয়ারি বুধবার থেকে শুরু হচ্ছে।ভারতের নয়াদিল্লির ইন্ধিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে এ আসর অনুষ্ঠিত হবে।
চেসরেজাল্টসডটকম সূত্রে জানা গেছে বাংলাদেশের ১২ জন দাবাড়ু অংশ নিচ্ছেন। তারা হলেন সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, ফিদেমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ, তাহসিন তাজওয়ার জিয়া, জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির মো. আবজিদ রহমান, তিতাস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী, ঢাকা নাইটস চেস ক্লাবের সাজ্জাদ কিশোর, আনিছুজ্জামান জুয়েল, মো. জিসহান রহমান মালেক, মিজানুর রহমান ও আলী আহসান জুয়েল।
এ আসরে ২১ দেশের ২৯ জন গ্র্যান্ডমাস্টার, ৩ জন মহিলা গ্র্যান্ডমাস্টার, ৩২ জন আন্তর্জাতিক মাস্টার ও ৯ জন মহিলা আন্তর্জাতিক মাস্টার, ১২ জন ফিদেমাস্টার, ৪ জন মহিলা ফিদেমাস্টার, ৯ জন ক্যান্ডিডেটমাস্টার ও ২ জন মহিলা ক্যান্ডিডেটমাস্টারসহ ৩১৭ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।
এদিকে এই টুর্নামেন্টের ‘বি’ ক্যাটাগরিতে আবু লাইস আনসারী অংশ নিচ্ছেন। এতে ১০ দেশের দুইজন মহিলা ক্যান্ডিডেটমাস্টারসহ ৯২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
চেসবিডি.কম/এমএ