
দিল্লি গ্র্যান্ডমাস্টার্সে জিয়া শীর্ষে
দিল্লি গ্র্যান্ডমাস্টার্সে জিয়া শীর্ষে
স্পোর্টস ডেস্ক, চেসবিডি.কম
নয়াদিল্লি (ভারত) : ১০ জানুয়ারি ২০১৯
১৭তম দিল্লি আন্তর্জাতিক ওপেন গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড শেষে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান টানা তৃতীয় জয় নিয়ে ২২ জনের সাথে শীর্ষে রয়েছেন।
এদিকে গোল্ডনে স্পোর্টিং ক্লাবের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ, জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির মো. আবজিদ রহমান ২ পয়ন্টে সংগ্রহ করে ৭০ জনের সাথে তৃতীয় স্থানে অবস্থান করছেন।
অপরদকিে সাইফ স্পোর্টিং ক্লাবের ফিদেমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও গোল্ডেন স্পোর্টিং ক্লাবের তাহসিন তাজওয়ার জিয়া দেড় পয়েন্ট এবং সাজ্জাদ কিশোর এক পয়েন্ট পেয়েছেন। তবে আলী আহসান জুয়েল এখনো পয়েন্টের মুখ দেখেননি।
ভারতের নয়াদিল্লিতে আজ ১০ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে তৃতীয় রাউন্ডে জিয়া আন্তজাতিক মাস্টার সারওয়াত ওয়ালাকে, আবজিদ ভারতের ত্রিবেদীরণকে, সাজ্জাদ ভারতের সিহাব সিংকে পরাজিত করেন।
তবে পরাগ ভারতের আন্তজাতিক মাস্টার গুকশের কাছে, ফাহাদ ভারতের জ্ঞানেশের কাছে, তাহসনি গ্র্যান্ডমাস্টার ডজুমভে মারাতের কাছে এবং জুয়েল ভারতের ওম বাটরার কাছে পরাজিত হন।
১১ জানুযারি শুক্রবার চতুথ রাউন্ডের খেলা ভারতের স্থানীয় সময় সকাল দশটায় শুরু হবে।
চেসবিডি.কম/এমএ