
দ্বিতীয় বিভাগ দাবা লিগ ১২ সেপ্টেম্বর শুরু

ক্রীড়া প্রতিবেদক, চেসবিডি.কম
ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০১৮
মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগ আগামী ১২ সেপ্টেম্বর থেকে বোর্ডে গড়াচ্ছে। অংশগ্রহণে আগ্রহী দলসমূহকে ১১ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত এন্ট্রি ও খেলোয়াড়দের রেজিস্ট্রেশন ফিসহ বাংলাদেশ দাবা ফেডারেশন কার্যালয়ে দলের নাম তালিকাভু্ক্ত করার জন্য বলা হয়েছে।
দ্বিতীয় বিভাগ দাবা লিগের খেলা সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বিজয়ী দলসমূহকে অর্থ পুরস্কার, ট্রফি, মেডেল ও ওয়ালটন সামগ্রী দেয়া হবে।
উল্লেখ্য শীর্ষস্থান প্রাপ্ত দুটি দল আগামী ২০১৯ সালের প্রথম বিভাগ দাবা লিগে অংশগ্রহণের সুযোগ পাবে।
চেসবিডি.কম/এমএ