
নোশিনের কাছে হেরে গেলেন রানী হামিদ
নোশিনের কাছে হেরে গেলেন রানী হামিদ
ক্রীড়া প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ১৮ মার্চ ২০১৯
গতবারের এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের নারী বিভাগের চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ পরাজয়ের মুখ দেখেছেন। আজ সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ ভবনের শ্রেডার মিলনায়তনে তাকে হারিয়ে দিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেন মহিলা ক্যান্ডিডেটমাস্টার নোশিন আঞ্জুম।
এদিকে যদিও তিন পয়েন্ট সংগ্রহ করে ৮ জন নারী শীর্ষে রয়েছেন। তারা হলেন মহিলা ফিদেমাস্টার সৈয়দ শাবানা পারভীন নীপা, মহিলা ফিদেমাস্টার তনিমা পারভীন, মহিলা ফিদেমাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ফিদেমাস্টার নাজরানা খান ইভা, মহিলা ফিদেমাস্টার জাকিয়া সুলতানা, ক্যান্ডিডেটমাস্টার নোশিন আঞ্জুম, জান্নাতুল ফেরেদৌস ও শ্রীলংকার মহিলা আন্তর্জাতিক মাস্টার রানাসিঙ্গে।
আজ চতুর্থ রাউন্ডে শিরিন শ্রীলংকার ফিদেমাস্টার প্রেমানাথ দিনাক্ষীকে, ইভা কিশোয়ারা সাজরীন ইভানাকে, জান্নাতুল নেপালের ফিদেমাস্টার সুজানা লোহানীকে, জাহানারা হক রুনু আহমেদ ওয়ালিজাকে, ওয়াদিফা আহমেদ ইয়ন সরকারকে, কাজী জারীন তাসনিম সাবিকুন নাহার তনিমাকে, ইশরাত জাহান দিবা সামিহা চৌধুরীকে, ঠাকুর জানিয়া হক আফরোজা হক চৌধুরীকে ও নুশরাত জাহান আলো রোমানা ফেরদৌসকে পরাজিত করেন।
তবে নীপা ও তনিমা এবং জাকিয়া ও শ্রীলংকার রানাসিঙ্গে একে অপরের সাথে ড্র করেন।
১৯ মার্চ মঙ্গলবার বিকেল তিনটায় পঞ্চম রাউন্ডের খেলা শুরু হবে।
চেসবিডি.কম/এমএ