
নোশিনের জয় : নাইমের হার
নোশিনের জয় : নাইমের হার
স্পোর্টস ডেস্ক
চেসবিডি.কম
মুম্বাই : ৭ অক্টোবর ২০১৯
ওয়ার্ল্ড ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ রাউন্ড শেষে মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম বালিকা অনুর্ধ্ব-১৬ গ্রুপে ৪ পয়েন্ট ও ক্যান্ডিডেট মাস্টার নাইম হক ওপেন অনূর্ধ্ব-১৮ গ্রুপে ২ পয়েন্ট পেয়েছেন।
ভারতের মুম্বাইয়ে ষষ্ঠ রাউন্ডে নোশিন ইতালির মাইওয়ান মেলিসাকে পরাজিত করেন। কিন্তু নাইম মরোক্কোর ফিদে মাস্টার রিকেম নাসিমের কাছে হেরে যান।
চেসবিডি.কম/এমএ