
নোশিনের ড্র দিয়ে শুরু
নোশিনের ড্র দিয়ে শুরু
স্পোর্টস ডেস্ক
চেসবিডি.কম
সোলো (ইন্দোনেশিয়া) : ২ জুলাই ২০১৯
এশিয়ান জুনিয়রস এন্ড গালর্স চ্যাম্পিয়নশিপের স্ট্যান্ডার্ড ইভেন্টে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির নোশিন আঞ্জুম ড্র দিয়ে শুরু করেছেন।
আজ মঙ্গলবার সকালে ইন্দোনেশিয়ার সোলোয় স্ট্যান্ডার্ড ইভেন্টের উদ্বোধনী রাউন্ডে তিনি স্বাগতিক গ্রাসেলিয়া পরামিথি সামেকতোর সাথে ড্র করেন।
৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে স্ট্যান্ডার্ড ইভেন্টে ৯ দেশের ৩৭ জন দাবাড়ু অংশ নিচ্ছেন। এর মধ্যে নোশিন ১৫তম সিডেড দাবাড়ু।
এ আসরে তার সাথে রয়েছেন ফিদে ইন্সট্রাক্টর মহিলা ক্যান্ডিডেটমাস্টার মাহমুদা হক চৌধুরী মলি।
২ জুলাই বিকেলে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।
উল্লেখ্য সোমবার এশিয়ান জুনিয়রস এন্ড গালর্স চ্যাম্পিয়নশিপের র্যাপিডে নোশিন ৩৬ জনের মধ্যে ৩০তম হন।
চেসবিডি.কম/এমএ