
নোশিন জিতেছে : নাইমের ড্র
নোশিন জিতেছে : নাইমের ড্র
স্পোর্টস ডেস্ক
চেসবিডি.কম
মুম্বাই : ৩ অক্টোবর ২০১৯
ওয়ার্ল্ড ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপে আজ বৃহস্পতিবার মহিলা ক্যান্ডিডেট মাস্টার নোশিন আঞ্জুম বালিকা অনুর্ধ্ব-১৬ বিভাগে জয় পেয়েছেন।
তবে ক্যান্ডিডেট মাস্টার নাইম হক ওপেন অনুর্ধ্ব-১৮ বিভাগে পয়েন্ট ভাগাভাগি করেছেন।
ভারতের মুম্বাইয়ে আজ সকালে দ্বিতীয় রাউন্ডে নোশিন কিরগিজিস্তানের মালাইকানোভা আইগুলকে পরাজিত করেন। কিন্ত নাইম চেক রিপাবলিকের দ্রামেক ভোইটিচের সাথে ড্র করেন।
এর ফলে ২ ম্যাচে নোশিন ১ পয়েন্ট এবং নাইম আধা পয়েন্ট পেয়েছেন।
চেসবিডি.কম/এমএ