
প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ ৬ ডিসেম্বর শুরু
প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ ৬ ডিসেম্বর শুরু
ক্রীড়া প্রতিবেদক, চেসবিডি.কম
ঢাকা, ৫ ডিসেম্বর ২০১৮
ঘরোয়া দাবার সর্বোচ্চ দলগত আসর প্রিমিয়ার ডিভিশন লিগ ৬ ডিসেম্বর থেকে বোর্ডে গড়াচ্ছে । এ বছর ১১টি দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে মোকাবেলা করবে । ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বেঙ্গল চেস ক্লাব লিমিটেড এবার অংশ নিচ্ছে না ।
গত বছরের মতো এবারো এস এ গ্রুপ অব কোম্পানীজ লিমিটেড পৃষ্ঠপোষকতায় এগিয়ে এসেছে । বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এ লিগকে সামনে রেখে ক্লাবগুলো এরই মধ্যে দলগঠন সম্পান্ন করে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ।
দেশসেরা দাবাড়ুদের পাশপাশি ক্লাবগুলো দলের শক্তি বৃদ্ধিকল্পে এবারো বিদেশী দাবাড়ুদের দলে ভিড়িয়েছে । তবে ব্যালেন্সড দল বলতে যা বুঝায় তা কেবল চার পাঁচ দলের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে । অপর দলগুলো অবশ্য লিগে টিকে থাকার লড়াইয়ে দল গড়েছে ।
প্রিমিয়ার ডিভিশন লিগে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে-
১. সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড
২. শেখ রাসেল চেস ক্লাব
৩. বাংলাদেশ নৌবাহিনী
৪. তিতাস ক্লাব
৫. সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব
৬. সুলতানা কামাল স্মৃতি পাঠাগার
৭. গোল্ডেন স্পোর্টিং ক্লাব
৮. একসেস চেস ক্লাব
৯. ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্পোর্টস ক্লাব
১০. ইসফট এরিনা চেস ক্লাব (প্রথম বিভাগ দাবা লিগ-২০১৭ চ্যাম্পিয়ন)
১১. সোনারগাঁও চেস ক্লাব (প্রথম বিভাগ দাবা লিগ-২০১৭ রানার্সআপ)
চেসবিডি.কম/এমএ