
প্রীতিলতা টুর্নামেন্টে হানিফ অপরাজিত চ্যাম্পিয়ন
প্রীতিলতা টুর্নামেন্টে হানিফ অপরাজিত চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ১৬ মে ২০২০
প্রীতিলতা মেমোরিয়াল অনলাইন চেস টুর্নামেন্টে মোহাম্মদ আবু হানিফ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি সাত ম্যাচে টানা সাত জয় নিয়ে খুব সহজেই শিরোপা নিশ্চিত করেন।
এদিকে ৬ পয়েন্ট পেয়ে রানারআপ হয়েছেন মো. রাসেল শেখ।
অপরদিকে ৫ পয়েন্ট নিয়ে শাহীনূর হক তৃতীয় স্থান লাভ করেন।
chess.com লাইভ সাইটে ১৫ মে বিকেলে ৭ রাউন্ড সুইস পদ্ধতির র্যাপিড টুর্নামেন্টে ৪৭ জন দাবাড়ু অংশগ্রহণ করেন।
উল্লেখ্য ব্রিটিশ বিরোধী আন্দোলনে বিপ্লবী মহিয়সী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণে প্রীতিলতা মেমোরিয়াল অনলাইন চেস টুর্নামেন্টের আয়োজন করে গোল্ডেন স্পোর্টিং ক্লাব।
চেসবিডি.কম/এমএ