
ফিদে আরবিটার্স সেমিনার শুরু
ফিদে আরবিটার্স সেমিনার শুরু
বিশেষ সংবাদদাতা
চেসবিডি.কম
ঢাকা : ৩০ নভেম্বর ২০১৯
বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ফিদে আরবিটার্স সেমিনার আজ শনিবার থেকে ফারস হোটেল এন্ড রিসোর্টের সপ্তম তলার কনফারেন্স রুমে শুরু হয়েছে।
আন্তর্জাতিক দাবা বিচারক ও ফিদের লেকচারার এবং ইরান দাবা ফেডারেশনের সভাপতি মেহরদাদ পালহোয়াজাদে এ সেমিনারে প্রশিক্ষন দিচ্ছেন।
সহকারী প্রশিক্ষক হিসেবে রয়েছেন আন্তর্জাতিক দাবা বিচারক ও বিশ্ব দাবা সংস্থার রুলস কমিশনের সদস্য মো. হারুন অর রশিদ।
উল্লেখ্য চার জন মহিলাসহ বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের ১৪ জন দাবা বিচারক এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
চেসবিডি.কম/এমএ