
ফিদে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ : কার্লসেন-ফ্যাবিয়ানো মুখোমুখি
ফিদে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ : কার্লসেন-ফ্যাবিয়ানো মুখোমুখি
স্পোর্টস ডেস্ক, চেসবিডি.কম
হলবোর্ন (লন্ডন), ৮ নভেম্বর ২০১৮
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নরওয়ের গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন ও মার্কিন যু্ক্তরাষ্ট্রের চ্যালেঞ্জার গ্র্যান্ডমাস্টার ফ্যাবিয়ানো কারুয়ানা বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে একে অপরের মুখোমুখি হচ্ছেন । আগামী ৯ নভেম্বর থেকে ১২ ম্যাচের এ লড়াই ২৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে । ম্যাচগুলো হবে লন্ডনের হলবোর্নে । বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বিশ্ব দাবার এ দুই সুপার গ্র্যান্ডমাস্টার এখন লন্ডনে । এরই মধ্যে সংবাদ সম্মেলনে উভয়ই জয়ের আশা ব্যক্ত করেছেন ।
উল্লেখ্য কার্লসেন ২০১৩ সালে ভারতের সুপার গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দকে হারিয়ে বিশ্বদাবার মুকুট লাভ করেন । এর পর সর্বশেষ ২০১৬ সালে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে তিনি ইউক্রেনের সের্গেই কারজাকিনকে হারিয়ে শিরোপা অক্ষুন্ন রেখেছেন । এবারো শিরোপা অক্ষুন্ন রাখতে ফ্যাবিয়ানোর বিপক্ষে লড়বেন । ইতালীয় বংশদ্ভোত এ দাবাড়ু ক্যান্ডিডেট টুর্নামেন্ট জয়ের মাধ্যমে চ্যালেঞ্জার হয়ে তিনি বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে জায়গা করে নেন ।
কার্লসেন-ফ্যাবিয়ানোর সংক্ষিপ্ত জীবনী
ভেন ম্যাগনাস ওয়েন কার্লসেন
পুরোনাম ভেন ম্যাগনাস ওয়েন কার্লসেন । তবে ম্যাগনাস কার্লসেন নামেই তিনি বেশি পরিচিত । জন্ম: ৩০ নভেম্বর, ১৯৯০ । বর্তমান বিশ্ব দাবা চ্যাম্পিয়ন । তাঁর সর্বোচ্চ রেটিং হচ্ছে ২৮৮২ । যা দাবার ইতিহাসে সর্বোচ্চ রেটিং । শৈশবকাল থেকেই আক্রমণাত্মক ভঙ্গীমায় খেলায় অভ্যস্ত কার্লসেন । পরবর্তীকালে নিজেকে উন্নয়ন ঘটিয়ে বিশ্বমানের খেলোয়াড়ে পরিণত হন । অসাধারণ প্রতিভাময় দাবাড়ু কার্লসেন ২০০৪ সালে মাত্র ১৩ বছর ১৪৮ দিনে গ্র্যান্ডমাস্টার উপাধি লাভ করেন । এরফলে তিনি ওই সময়ে দাবার ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টারের মর্যাদা লাভ করেন । ১ জানুয়ারি, ২০১০ সালে ১৯ বছর ৩২ দিনে সর্বকনিষ্ঠ দাবা খেলোয়াড় হিসেবে বিশ্বের এক নম্বর র্যাঙ্কিং লাভ করেন ।
প্রকৌশলী দম্পতি সিগ্রান ওয়েন এবং হেনরিক আলবার্ট কার্লসেনের সন্তান ম্যাগনাস কার্লসেন নরওয়ের টন্সবার্গে জন্মগ্রহণ করেন । পরিবারটি ফিনল্যান্ডের ইস্পু এলাকায় অবস্থানের পর বেলজিয়ামের ব্রাসেলসে চলে যান । তারপর তারা ১৯৯৮ সালে নরওয়েতে ফিরে আসেন ও বেরামে বসবাস করতে থাকেন । খুব ছোট অবস্থাতেই তাঁর বুদ্ধিমত্তার প্রকাশ ঘটে। বর্তমানে কার্লসেনের রেটিং ২৮৩৫ ।
ফাবিয়ানো লুইগি কারুয়ানা
পুরোনাম ফাবিয়ানো লুইগি কারুয়ানা । কিন্ত ফাবিয়ানো কারুয়ানা নামেই বেশি পরিচিত । জন্ম ৩০ জুলাই, ১৯৯২ । ইতালীয় বংশদ্ভোত ফ্লোরিডার মায়ামিতে তাঁর জন্ম । বিভিন্ন সময়ে তিনি বিশ্বের দুই নম্বর র্যাঙ্কিংধারী দাবাড়ু হিসেবে পরিচিত । ১৫ জুলাই, ২০০৭ সালে ফাবিয়ানো মাত্র ১৪ বছর ১১ মাস ২০দিন বয়সে ইতালি ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশের দাবার ইতিহাসে সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হবার গৌরব অর্জন করেন । পরবর্তীতে অবশ্য অক্টোবর, ২০০৯ সালে রে রবসন তাঁর এ রেকর্ড ভঙ্গ করে দেন । অক্টোবর, ২০১৪ সালে ২৮৪৪ ইলো রেটিং লাভে সক্ষম হন । এরফলে দাবার ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ র্যাটিংধারী দাবাড়ু হন ।
মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামিতে লু ও সান্তিয়ানা দম্পতির সন্তান তিনি । ইতালি ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশের নাগরিক । চার বছর বয়সে তাঁর পরিবার মায়ামি থেকে নিউইয়র্কের ব্রুকলিনে চলে আসেন । মাত্র পাঁচ বছরে তিনি প্রতিযোগিতামূলক আসরের সাথে সম্পৃক্ত হন । ফাবিয়ানো আক্রমণাত্মক ভঙ্গিমায় খেলেন । তাঁর নিজের ভাষায়, আমি সর্বদাই আক্রমণধর্মী খেলায় অভ্যস্ত । প্রতিপক্ষের রাজাকে পাবার জন্য যেকোনো ঘুঁটি ছাড় দিতে আমি রাজী । তিনি এজন পরিশ্রমী খেলোয়াড় হিসেবে পরিচিত । বর্তমানে ফাবিয়ানোর রেটিং ২৮৩২ ।
চেসবিডি.কম/এমএ