
ফিদে চেকমেট টুর্নামেন্টে রানা-রফিকের চমক
নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ১৮ জুন ২০২০
আন্তর্জাতিক দাবা ফেডারেশন (ফিদে) আয়োজিত চেস.কম অনলাইন প্লাটফরমে করোনাভাইরাস চেকমেট ব্লিটজ টুর্নামেন্টে চমক দেখিয়েছেন গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আন্তর্জাতিক অ্যামেচার মাস্টার মো. আমীর আলী রানা ও সাবেক জাতীয় দাবাড়ু চট্টগ্রামের মো. রফিকুল ইসলাম।
এরিনা সিস্টেমে ১৭ জুন দুপুরে দুই ঘন্টা ব্যাপী আন্তর্জাতিক অনলাইন এ টুর্নামেন্টে ১৬.৫ পয়েন্ট পেয়ে রানা রানারআপ ও রফিক ১৫.৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান লাভ করেন। তবে ১৮.৫ পয়েন্ট সংগ্রহ করে ভারতের অরবিন্দ রামনাথ চ্যাম্পিয়ন হয়েছেন।
উল্লেখ্য করোনাভাইরাস চেকমেট ব্লিটজ টুর্নামেন্টে বিশ্বের বিভিন্ন দেশের ২৯২ জন দাবাড়ু অংশ গ্রহণ করেন।
এর আগে ৩ জুন করোনাভাইরাস চেকমেট রাপিড টুর্নামেন্টে রানা ২২টি ম্যাচে ২১টি জয় নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন।
চেসবিডি.কম/এমএ