
বরিশালে অমৃত লাল দে আন্তর্জাতিক দাবা শুরু
বরিশালে অমৃত লাল দে আন্তর্জাতিক দাবা শুরু
বরিশাল সংবাদদাতা
চেসবিডি.কম
বরিশাল : ২৩ ফেব্রুয়ারি ২০২০
১২তম অমৃত লাল দে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা আজ রোববার থেকে বরিশাল শহরে শুরু হয়েছে।
প্রতিযোগিতার উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। বরিশাল চেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পপতি বিজয় কৃষ্ণ দে।
৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে দুই জন আন্তর্জাতিক মাস্টার, পাঁচ জন ফিদেমাস্টার ও দুই জন ক্যান্ডিডেটমাস্টারসহ মোট ৫৩ জন অংশ নিচ্ছেন। এরমধ্যে ৬ জন ভারতীয় দাবাড়ু রয়েছেন।
এরই মধ্যে প্রথম রা্উন্ড শেষে ২৪ জন পূর্ণ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। উল্লেখযোগ্যরা হলেন আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, চার ফিদেমাস্টার যথাক্রমে দেবরাজ চ্যাটার্জি, খন্দকার আমিনুল ইসলাম. শেখ নাসির আহমেদ ও মোহাম্মদ জাবেদ এবং দুই ক্যান্ডিডেটমাস্টার মাহতাবউদ্দিন আহমেদ রবিন ও এসএম স্বরন অন্যতম।
চেসবিডি.কম/এমএ