
বাংলাদেশের প্রতিপক্ষ আজ হাঙ্গেরী ও ইতালি
দাবা অলিম্পিয়াডের দ্বিতীয় রাউন্ডে আজ ৩০ জুলাই শনিবার ওপেন বিভাগে বাংলাদেশ হাঙ্গেরীর সঙ্গে মোকাবেলা করবে। ওপেন বিভাগে দলগত রেটিং অনুযায়ী দাবা অলিম্পিয়াডে ১৯তম সিডেড দল হাঙ্গেরী। অন্যদিকে বাংলাদেশ ৬৫তম সিডেড দল।
এদিকে নারী বিভাগে বাংলাদেশের আজ প্রতিপক্ষ ইতালি। নারী বিভাগে দলগত রেটিং অনুযায়ী দাবা অলিম্পিয়াডে ২৫তম সিডেড দল ইতালি। কিন্তু বাংলাদেশ ৬৪তম সিডেড দল।
উল্লেখ্য ভারতীয় স্থানীয় সময় বিকেল তিনটায় চেন্নাইয়ে খেলা শুরু হবে।
প্রথম রাউন্ডে বাংলাদেশ দুর্বলতম তানজানিয়ার সঙ্গে সহজ জয় পেলেও আজ জয় পাওয়া কঠিন। তারপরও লাল-সবুজের দেশ বুক চিতিয়ে লড়াই করবে এমনটাই সবার প্রত্যাশা।