
বাংলাদেশ চেস ক্লাবের শততম ব্লিটজ টুর্নামেন্ট আজ
নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ৯ ডিসেম্বর ২০২০
বাংলাদেশ চেস ক্লাবের শততম ব্লিটজ টুর্নামেন্ট আজ ৯ ডিসেম্বর বুধবার রাত ১০.৩০ মিনিটে অনলাইন প্লাটফর্ম চেস.কম-এ শুরু হবে।
১১ রাউন্ড সুইস লিগে টাইম কন্ট্রোল ৩ মিনিট ০ সেকেন্ড ইনক্রিমেন্ট আর ম্যাচ ফরম্যাট ব্লিটজ সুইস।
সবার জন্য উন্মুক্ত এ টুর্নামেন্টে যে কোনো রেটিংধারী আর যে কোনো দেশের খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবেন।
টুর্নামেন্ট নিয়মাবলী
০১. খেলোয়াড়কে অবশ্যই চেস.কম -এ আইডি থাকতে হবে।
০২. আয়োজক কমিটি যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন। তবে সেক্ষেত্রে কারো প্রশ্ন থাকলে আ্যডমিন সেটার যথাযথ উত্তর দিবেন।
০৩. ১১ রাউন্ড শেষে পুর্ণাঙ্গ র্যাংকিং প্রকাশ করা হবে।
০৪. প্রতিটি খেলোয়াড়কে চেস.কম -এর ফেয়ার প্লে নিয়ম মেনে খেলতে হবে। এক্ষেত্রে কেউ যদি কোনো অসাধু উপায় অবলম্বন করার কারণে কারো আইডি ব্যান হয় তাহলে এ জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবেন না। উপরন্তু সে খেলোয়াড় ক্লাব থেকে পরবর্তী টুর্নামেন্টগুলোতে আর অংশগ্রহণ করতে পারবেন না।
০৫. টুর্নামেন্ট চলাকালীন খেলোয়াড়ের ইন্টারনেট কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন হলে সেটার জন্য কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেবে না।
০৬. টুর্নামেন্ট চলাকালীন অন্য পেজ ভিজিট করলে সম্ভবত উক্ত ম্যাচ বা পুরো টুর্নামেন্ট থেকে লগ আউট হওয়ার সম্ভাবনা থাকবে।
০৭. টুর্নামেন্ট খেলতে হলে অবশ্যই আগে চেস.কমে আমাদের ক্লাবে জয়েন করতে হবে। তবে আগে থেকে জয়েন করা থাকলে টুর্নামেন্ট শুরু হওয়ার ১ ঘন্টা আগে (রাত ৯ টা ৩০ মিনিটে) নিচের টুর্নামেন্ট লিঙ্ক ওপেন হবে। তখন অংশগ্রহণ নিশ্চিত করা যাবে।
ক্লাব লিঙ্ক
https://www.chess.com/club/bangladesh-chess-club
টুর্নামেন্ট লিঙ্ক
https://www.chess.com/live#t=1837262
চেসবিডি.কম/এমএ