
বান্দরবান র্যাপিডে বাপ্পী অপরাজিত চ্যাম্পিয়ন
বান্দরবান র্যাপিডে বাপ্পী অপরাজিত চ্যাম্পিয়ন
জেলা সংবাদদাতা
চেসবিডি.কম
বান্দরবান : ৩ মে ২০১৯
বান্দরবান ফিদে র্যাপিড রেটিং টুর্নামেন্টে ৭ ম্যাচে ৬.৫ পয়েন্ট পেয়ে টাইব্রেকিং পদ্ধতিতে ফজলে নূর বাপ্পী অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।
তবে সমান পয়েন্ট নিয়ে অপরাজিত রানারআপ হয়েছেন ফিদেমাস্টার মোহাম্মদ আবদুল মালেক।
এদিকে চার জন ৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে তৃতীয় থেকে ষষ্ঠ হয়েছেন যথাক্রমে মো. শাহিন করিম, রত্মজয় তঞ্চঙ্গা, সোহেল চাকমা ও আহমেদ মজুমদার হোসেন।
বান্দরবান জেলা স্টেডিয়ামে ৩ মে ৭ রাউন্ড সুইস লিগে ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
চেসবিডি.কম/এমএ