
বাপ্পী অপরাজিত চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ১৭ ডিসেম্বর ২০২০
শামসুল আলম স্মৃতি দাবা প্রতিযোগিতায় ৬ ম্যাচে ৫.৫ পয়েন্ট পেয়ে এ বি বাপ্পী অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।
তবে চার দাবাড়ু ৫ পয়েন্ট পেলে তাদের মধ্যে টাইব্রেকিং পদ্ধতিতে রানারআপ হন মিহির লাল দাস।
এদিকে একই পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে তৃতীয় থেকে পঞ্চম স্থান লাভ করেন যথাক্রমে ওবাইদুল ইসলাম শাহীন, মো. জহিরুল ইসলাম ও মো. নাসির উদ্দিন।
দিনব্যাপী এ টুর্নামেন্টের খেলা পরিচালনা করেন মো. মুরাদ হোসেন।
উল্লেখ্য ১৬ ডিসেম্বর সাভারে ৬ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ৬৬ জন দাবাড়ু অংশগ্রহণ করেন।