
বিশ্ব জুনিয়রে চমক দেখালেন স্বর্নাভো
বিশ্ব জুনিয়রে চমক দেখালেন স্বর্নাভো
স্পোর্টস ডেস্ক
চেসবিডি.কম
নয়াদিল্লি : ১৬ অক্টোবর ২০১৯
বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে স্বনার্ভো চৌধুরী অসাধারণ ত্রীড়াশৈলী দেখিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছেন।
আজ বুধবার ভারতের নয়াদিল্লিতে স্বনার্ভো (1797) ওপেন বিভাগের দ্বিতীয় রাউন্ডে স্বাগতিক ভারতের আন্তর্জাতিক মাস্টার নীলেস সাহাকে (2334) রুখে দিয়ে চমক দেখিয়েছেন।
এর আগে মঙ্গলবার প্রথম রাউন্ডে স্বর্নাভো স্লোভেনিয়ার ফিদে মাস্টার ডেভ্রোভলিক ডিভের কাছে হেরে যান।
দলের সাথে রয়েছে হেড অব ডেলিগেশন ও কোচ ন্যাশনাল ইন্সট্রাক্টর মাহমুদা হক চৌধুরী মলি।
২ ম্যাচ শেষে বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে স্বর্নাভোর সংগ্রহ এখন ০.৫ পয়েন্ট।
চেসবিডি.কম/এমএ