
বিশ্ব দাবা অলিম্পিয়াডে অংশ নিচ্ছে ১৮২টি দেশ
বিশ্ব দাবা অলিম্পিয়াডে অংশ নিচ্ছে ১৮২টি দেশ
ক্রীড়া প্রতিবেদক, চেসবিডি.কম
ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০১৮
জর্জিয়ার বাতুমি শহরে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে বিশ্ব দাবার সর্বোচ্চ দলগত আসর ৪৩তম বিশ্ব দাবা অলিম্পিয়াড শুরু হচ্ছে। ১১ রাউন্ড সুইস লিগ পদ্ধতির এ আসরে রেকর্ডসংখ্যক ১৮২টি দেশ ও ৩টি সংগঠন (ব্রেইল, সাইলেন্স ও ফিজিক্যালি ডিসাবেল্ড) এবং মহিলা বিভাগে রেকর্ডসংখ্যক ১৫১টি দেশ নাম এন্ট্রি করেছে।
প্রতিবারের মতো বাংলাদেশ জাতীয় দাবা দল এবারো অংশ নিতে যাচ্ছে। ২১ সেপ্টেম্বর ভোরে বাংলাদেশ কন্টিনজেন্ট বাতুমির উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। বিশ্ব দাবা অলিম্পিয়াডে অংশগ্রহণ উপলক্ষে আজ বৃহস্পতিবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়।
প্রেস-ব্রিফিংয়ে মূল বক্তব্য পাঠ করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম। বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি ও হেড অব ডেলিগেশন কে এম শহিদউল্যা ও ওপেন বিভাগের দাবা দলের অধিনায়ক গ্র্যান্ডমাস্টার ঈগরস রাউসিস। এ সময় মহিলা দলের অধিনায়ক ন্যাশনাল ইনস্ট্রাকটর মাহমুদা হক চৌধুরী মলি, দাবা অলিম্পিয়াডের ম্যাচ আর্বিটার এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য জাকির আহমেদ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কন্টিনজেন্ট :
হেড অফ ডেলিগেশন : কে এম শহিদউল্যা। কংগ্রেসে ডেলিগেট : সৈয়দ শাহাবউদ্দিন শামীম, সাধারণ সম্পাদক। কংগ্রেসে অংশগ্রহণকারী : গাজী সাইফুল তারেক, মনিরুজ্জামান পলাশ, জাকির আহমেদ, আলাউদ্দিন সাজু। ম্যাচ বিচারক : আন্তর্জাতিক বিচারক মো. হারুন অর রশিদ।
ওপেন বিভাগের দল : অধিনায়ক : গ্র্যান্ডমাস্টার ঈগর রাউসিস। খেলোয়াড় : গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজিব (রেটিং-২৪৫২), গ্র্যান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব (রেটিং-২৪৭২), গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান (রেটিং-২৪৭৭), ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম (রেটিং-২২৭৩) ও ফিদেমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (রেটিং-২২৬৩)।
মহিলা দল : অধিনায়ক : ন্যাশনাল ইন্সট্রেটর মাহমুদা হক চৌধুরী মলি। খেলোয়াড় :মহিলা ফিদেমাস্টার শামীমা শারমিন শিরিন (রেটিং-১৯৭৪), আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা (রেটিং-২১৫২), মহিলা ফিদেমাস্টার তনিমা পারভীন (রেটিং-২০২২), আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ (রেটিং-১৯০৯) ও মহিলা ফিদেমাস্টার জাকিয়া সুলতানা (রেটিং-১৮৩৮)।
উল্লেখ্য ৬ অক্টোবর বিশ্ব দাবা অলিম্পিয়াড শেষ হবে।
চেসবিডি.কম/এমএ