
বিশ্ব দাবা অলিম্পিয়াডে চীনের শ্র্রেষ্ঠত্ব অর্জন
বিশ্ব দাবা অলিম্পিয়াডে চীনের শ্র্রেষ্ঠত্ব অর্জন
স্পোর্টস ডেস্ক, চেসবিডি.কম
বাতুমি (জর্জিয়া), ৫ অক্টোবর ২০১৮
দাবা অলিম্পিয়াডের ওপেন বিভাগ ও মহিলা বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে চীন। এশিয়ার গর্ব এই দেশটি অলিম্পিয়াডের উভয় বিভাগেই শিরোপা জয় করে জর্জিয়ার বাতুমি শহরে অনন্য কৃতিত্ব দেখিয়েছে।
ওপেন বিভাগে ১১ ম্যাচে ১৮ পয়েন্ট করে তিন দেশ সংগ্রহ করায় টাইব্রেকিং পদ্ধতিতে চীন চ্যাম্পিয়ন, মার্কিন যুক্তরাস্ট রানার্সআপ ও রাশিয়া তৃতীয় স্থান লাভ করে।
বাংলাদেশ অবশ্য ওপেন বিভাগে ১৩ পয়েন্ট পেয়ে ৬৪তম সিডেড দল হিসেবে ৫৬তম হয়েছে। এশিয়ার দেশগুলোর মধ্যে লাল-সবুজের দেশ দশম হয়েছে। এ বছর ৪৩তম বিশ্ব দাবা অলিম্পিয়াডে ১৮০টি দেশের ১৮৫টি দল অংশগ্রহণ করে।
এদিকে মহিলা বিভাগে ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে চীন অপরাজিত চ্যাম্পিয়ন ও ইউক্রেন অপরাজিত রানার্সআপ এবং ১৭ পয়েন্ট পেয়ে স্বাগতিক জর্জিয়া তৃতীয় স্থান লাভ করে।
এই বিভাগে বাংলাদেশ ১১ পয়েন্ট সংগ্রহ করে ৬০তম সিডেড হয়ে ৭২তম হয়েছে। এশিয়ার দেশগুলোর মধ্যে লাল-সবুজ পতাকাধারী খেলোয়াড়রা ১৫তম হয়েছেন। এতে ১৪৬টি দেশের ১৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করে।
চেসবিডি.কম/এমএ