
বিসিএ ব্লিটজে নাইম চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ১৬ জানুয়ারি ২০২১
বাংলাদেশ চেস এরিনা (বিসিএ) ৮৩তম ব্লিটজ টুর্নামেন্টে ক্যান্ডিডেটমাস্টার নাইম হক চ্যাম্পিয়ন হয়েছেন।
এদিকে রানারআপ হয়েছেন অপর ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষ।
অপরদিকে তাহমিদুল হক তৃতীয় স্থান লাভ করেন।
তবে নারী বিভাগে প্রথম হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় তাহিয়া তাসনিম মীম।
উল্লেখ্য ১৫জানুয়ারি রাতে লিচেস.অরগ প্লাটফর্মে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
চেসবিডি.কম/এমএ