
বিসিএ সেলিব্রেশন টুর্নামেন্টে শরীফ চ্যাম্পিয়ন
বিসিএ সেলিব্রেশন টুর্নামেন্টে শরীফ চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ১৪ জুন ২০২০
বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেটমাস্টার মো. শরীফ হোসেন বিসিএ ওয়ান ইয়ার সেলিব্রেশন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন। চমৎকার ক্রীড়াশৈলী দেখিয়ে তিনি এ কৃতিত্ব দেখান।
এদিকে কিশোর প্রতিভা ক্যান্ডিডেটমাস্টার নাঈম হকও এ আসরে দুর্দান্ত খেলে রানারআপ হয়েছেন।
অপরদিকে তৃতীয় স্থান লাভ করেন বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস।
তবে এ টুর্নামেন্টে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব সপ্তম হয়েছেন।
বাংলাদেশ চেস এরিনা (বিসিএ) বর্ষপূর্তি উপলক্ষে লিচেস.অরগ অনলাইনে ১৩ জুন রাতে এরিনা সিস্টেমে এ টুর্নামেন্টের আয়োজন করে।
বাংলাদেশের অনলাইন দাবা টুর্নামেন্টের মধ্যে এ আসরে সর্বোচ্চ ১৪০ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীদের জন্য ১০ হাজার টা্কার অর্থ পুরস্কার ছিল। মোট ৩৩ জনকে পুরস্কৃত করা হয়।

চেসবিডি.কম/এমএ