
বিসিসি ব্লিটজ টুর্নামেন্টে দুলাল চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ২ ফেব্রুয়ারি ২০২১
বাংলাদেশ চেস ক্লাব (বিসিসি) ১১৯তম অনলাইন ৩/১ ব্লিটজ টুর্নামেন্টে ৯ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে মোহাম্মাদ এএইচ দুলাল চ্যাম্পিয়ন হয়েছেন।
৭.৫ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েছেন বসনিয়ার মিকিযাভিদোভিকি।
তবে আমেরিকা প্রবাসী আরিফ মাহমুদ ৬.৫ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান লাভ করেন।
এদিকে ৬ পয়েন্ট সংগ্রহ করে ৪ জন টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে চতুর্থ থেকে সপ্তম হয়েছেন যথাক্রমে মিজানুর মন্ডল, সিনিয়র এএসপি মোহাম্মাদ আসাদুজ্জামান, ইসতিয়াক নাদিম ও আজাদ আখন্দ।
অপরদিকে ৫ পয়েন্ট নিয়ে ৬ জন টাইব্রেকিং পদ্ধতিতে অষ্টম থেকে ১৩তম হয়েছেন যথাক্রমে মোনায়েম হোসাইন, আবু তালেব, টিপু সুলতান, বেনসন ইশমান, সামিহা এনায়েত ও আব্দুল্লাহ আল মনসুর।
ক্যাটাগরিভিত্তিক পুরস্কার
অনূর্ধ্ব-১৮০০ রেটিং: মোহাম্মাদ আসাদুজ্জামান
অনূর্ধ্ব–১৬০০ রেটিং : ইশতিয়াক আহমেদ
অনূর্ধ্ব-১৪০০ রেটিং : জাহিদুল ইসলাম রাব্বি
অনূর্ধ্ব-১২০০ রেটিং : হোসেন
সেরা নারী খেলোয়াড় : সামিহা এনায়েত
উল্লেখ্য ১ ফেব্রুয়ারি রাতে চেস.কম প্লাটফর্মে ৯ রাউন্ড স্থায়ী ৩/১ মিনিটের ব্লিটজ টুর্নামেন্টে দেশি-বিদেশি দাবাড়ুরা অংশগ্রহণ করে।
পরবর্তী টুর্নামেন্ট আগামী ৩ ফেব্রুয়ারি বুধবার রাত ১০:৩০ মিনিটে চেস.কম অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হবে ( ৩/০ মিনিটের ব্লিটজ)।
চেসবিডি.কম/এমএ