
বুলেট টুর্নামেন্টে হানিফ চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক চেসবিডি.কম ঢাকা : ১৬ আগস্ট ২০২০
বাংলাদেশ চেস ক্লাব ৫১তম অনলাইন বুলেট টুর্নামেন্টে ১০.৫ পয়েন্ট পেয়ে মোহাম্মাদ আবু হানিফ চ্যাম্পিয়ন হয়েছেন।
তবে ৯ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েছেন স্বর্নাভ চৌধুরী।
এদিকে তিন জন খেলোয়াড় সমান ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় থেকে পঞ্চম হয়েছেন যথাক্রমে সাজ্জাদুল ইসলাম, চঞ্চল কুমার ঘোষ এবং মনিরুল করিম।
অপরদিকে সমান ৭.৫ পয়েন্ট নিয়ে দুইজন খেলোয়াড় ষষ্ঠ এবং সপ্তম হয়েছেন যথাক্রমে রহমান সায়েদ মাহফুজুর এবং সোহান।
এছাড়া ৭ পয়েন্ট করে নিয়ে ৬ জন খেলোয়াড় অষ্টম থেকে ১৩শ তম হয়েছেন যথাক্রমে মোহাম্মদ হাসান ইমাম, মোহাম্মদ শামীম, শিহাব ইসলাম তানিম, লিমন লামো, মোনায়েম হোসাইন এবং যুক্তরাজ্যের টেডি নাতালে।
ক্যাটাগরিভিত্তিক স্থান পেয়েছেন যারা :
অনূর্ধ্ব-১৮০০ রেটিং : সায়েদ মাহফুজুর রহমান
অনূর্ধ্ব–১৬০০ রেটিং : সোহান
অনূর্ধ্ব-১৪০০ রেটিং : মোহাম্মদ শামীম
অনূর্ধ্ব-১২০০ রেটিং : সাইফুর রহমান
সেরা নারী খেলোয়াড় : সামিহা এনায়েত।
গত ১৫ আগস্ট রাত ১০:৩০ এ ১১ রাউন্ড স্থায়ী ১+১ মিনিটের ম্যাচের এ টুর্নামেন্টে মোট ৯১ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
পরবর্তী টুর্নামেন্ট আগামী ১৭ আগস্ট সোমবার একই সময়ে চেস.কমে অনুষ্ঠিত হবে (৩+০ মিনিটের ব্লিটজ)।
ক্লাব লিংক— https://www.chess.com/club/bangladesh-chess-club
পুরো টুর্নামেন্টের রেজাল্ট—
https://www.chess.com/tournament/live/the-51th-bcc-open-11-bullet-event–1508265
চেসবিডি.কম/এমএ