
ব্লিটজ টুর্নামেন্টে শরীয়ত চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক চেসবিডি.কম ঢাকা : ১৬ জুলাই ২০২০
বাংলাদেশ চেস ক্লাব ৩৯তম অনলাইন ব্লিটজ টুর্নামেন্টে ১১ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে জাতীয় দাবাড়ু শরীয়ত উল্লাহ চ্যাম্পিয়ন হয়েছেন।
তবে ৯ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েছেন মোহাম্মাদ উতেন।
এদিকে ৮ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে তৃতীয় থেকে পঞ্চম হয়েছেন যথাক্রমে ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষ, মোহাম্মাদ মাহমুদ ও মোহাম্মাদ আবু হানিফ।
অপরদিকে ৯ জন ৭ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে ষষ্ঠ থেকে ১৪তম হয়েছেন যথাক্রমে জুয়েল খান, ইতালী প্রবাসী নজরুল খান, মেহেদী কায়সার, শ্রীতমা সেন, মোহাম্মাদ আনিসুজ্জামান, মোনায়েম হুসাইন, বাদল হালদার, শিহাব ইসলাম তানিম, মোহাম্মাদ মশিউর রহমান।
ক্যাটাগরিভিত্তিক স্থান পেয়েছেন যারা : অনূর্ধ্ব-১৮০০ রেটিং : মেহেদি প্রনয় , অনূর্ধ্ব–১৬০০ রেটিং : শফিকুর রহমান রতন, অনূর্ধ্ব-১৪০০ রেটিং : জাহিদুল ইসলাম আব্দুর রাব্বিএবং নারী খেলোয়াড় : ভারতের শ্রীতমা সেন।
উল্লেখ্য ১৫ জুলাই রাতে ১১ রাউন্ড স্থায়ী ৩+০ মিনিটের ম্যাচের এ টুর্নামেন্টে ৫ দেশের ৯১ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
পরবর্তী টুর্নামেন্ট ১৮ জুলাই শনিবার চেস.কমে অনুষ্ঠিত হবে (১+১ মিনিটের বুলেট)।
ক্লাব লিংক— https://www.chess.com/club/bangladesh-chess-club
চেসবিডি.কম/ এম এ