
ভুপালে আবজিদ ও সোহেল শীর্ষে
ভুপালে আবজিদ ও সোহেল শীর্ষে
স্পোর্টস ডেস্ক, চেসবিডি.কম
ভূপাল (ভারত) : ২২ ডিসেম্বর ২০১৮
ভারতের মধ্যপ্রদেশে ভূপাল আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবা টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড শেষে জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির মো. আবজিদ রহমান ও তিতাস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধূরী টানা দুই জয় নিয়ে ৭৫জনের সাথে শীর্ষে রয়েছেন।
এদিকে উত্তরা সেন্টাল চেস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার সুব্রত বিশ্বাস ও ঢাকা নাইটস চেস ক্লাবের সাজ্জাদ কিশোর ১ পয়েন্ট এবং আহসান আলী জুয়েল আধা পয়েন্ট পেয়েছেন।
আজ শনিবার দ্বিতীয় রাউন্ডে আবজিদ ভারতের শাহ মক্সিটকে, সোহেল ভারতের সুর্দাশনকে ও সুব্রত মীর চেস ক্লাবের নাইম হককে পরাজিত করেন।
তবে জুয়েল ভারতের সাহু মিতানসের সাথে ড্র করেন। সাজ্জাদ ভিয়েতনামের আন্তর্জাতিক মাস্টার ইয়েন ভান হাইয়ের কাছে হেরে যান।
২২ ডিসেম্বর শনিবার ভারতীয় স্থানীয় সময় বিকেল ৪টায় দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।
চেসবিডি.কম/এমএ