
ভূপালে আবজিদ, সোহেল ও সাজ্জাদের জয় দিয়ে শুরু
ভূপালে আবজিদ, সোহেল ও সাজ্জাদের জয় দিয়ে শুরু
স্পোর্টস ডেস্ক, চেসবিডি.কম
ভূপাল (ভারত) : ২১ ডিসেম্বর ২০১৮
ভূপাল আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবা টুর্নামেন্টের উদ্বোধনীদিনে ২১ ডিসেম্বর ভারতের ভূপালে জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির মো. আবজিদ রহমান, তিতাস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী, ঢাকা নাইটস চেস ক্লাবের সাজ্জাদ কিশোর জয় পেয়েছেন ।
প্রথম রাউন্ডে আবজিদ অন্ধ্রপ্রদেশের মুম্মান ভেঙ্কট রুথিককে, সোহেল মহারাষ্ট্রের বখশি মান্দারকে, সাজ্জাদ রাজস্থানের আঙ্কুর আগরওয়ালকে পরাজিত করেন ।
তবে উডিষ্যার সাউন্ডারি কুমার প্রধানের কাছে হেরে যান আহসান আলী জুয়েল । তবে উত্তরা সেন্টাল চেস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার সুব্রত বিশ্বাস, সিরাজগঞ্জের নাইম হক ও মিজানুর রহমানের প্রতিপক্ষরা ওয়াকওভার পেয়েছেন ।
২২ ডিসেম্বর শনিবার ভারতীয় স্থানীয় সময় সকাল ১০টায় দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে ।
চেসবিডি.কম/এমএ