
ভূপালে আবজিদ ২৮তম
ভূপালে আবজিদ ২৮তম
স্পোর্টস ডেস্ক, চেসবিডি.কম
ভূপাল (ভারত) : ২৮ ডিসেম্বর ২০১৮
ভূপাল আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টে ১০ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে জনতা ব্যাংক অফিসার ওয়েলফোর সোসাইটির মো. আবজিদ রহমান ৩৭৫ জনের মধ্যে ২৮তম হয়েছেন।
এদিকে উত্তরা সেন্টাল চেস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার সুব্রত বিশ্বাস সপ্তম রাউন্ড পর্যন্ত দ্বিতীয় স্থানে থেকে শেষ দুই রাউন্ডে টানা হারে ৬.৫ পয়েন্ট পেয়ে ৪৪তম হন।
অপরদিকে ৫.৫ পয়েন্ট পেয়ে ঢাকা নাইটস চেস ক্লাবের সাজ্জাদ কিশোর ১২৫তম ও তিতাস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী ১৩১তম হয়েছেন।
এছাড়া মীর চেস ক্লাবের নাইম হক ৫ পয়েন্ট নিয়ে ২০৩তম এবং আহসান আলী জুয়েল ৩.৫ পয়েন্ট সংগ্রহ করে ৩১৮তম হয়েছেন।
আজ শুক্রবার দশম রাউন্ডে আবজিদ গুজরাটের ডেভ সনেহকে, নাইম দিল্লির বিবেককে ও জুয়েল মধ্যপ্রদেশের কপিল ভাটকে পরাজিত করেন।
তবে সুব্রত তামিলনাড়ুর সিবি ভিসালের কাছে, সাজ্জাদ অন্ধ্রপ্রদেশের শিব পাবন তেজ শর্মার কাছে, সোহেল দিল্লির রুসিল গুপ্তের কাছে হেরে যান।
উল্লেখ্য এ টুর্নামেন্টে ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার তুয়ান মিনহ ৯ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। ১০ রাউন্ড সুইস লিগে ১৩ দেশের ৭ গ্র্যান্ডমাস্টার, ১ মহিলা গ্র্যান্ডমাস্টার, ১০ আন্তর্জাতিক মাস্টার ও ১ মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ৩৭৫ জন অংশগ্রহণ করেন।
চেসবিডি.কম/এমএ