
মালয়েশিয়াকে হারালো বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ২২ নভেম্বর ২০২০
ফিদে ওয়ার্ল্ড ডিসএবিলিটিস চেস অলিম্পিয়াডে টিম বাংলাদেশ জয় পেয়েছে। দুই ম্যাচে এটি প্রথম জয়।
আজ ২২ নভেম্বর রাতে দ্বিতীয় রাউন্ডে লাল-সবুজের দল ২.৫-১.৫ পয়েন্টে মালয়েশিয়া-১ কে পরাজিত করে।
বাংলাদেশের সৈয়দ এজাজ হোসেন মালয়েশিয়ার লু, পিন জে-কে ও বাপ্পী সরকার জুয়ারিহ, নোরাজলিনকে পরাজিত করেন।
কিন্তু মো. খোরশেদ আলম মাপাপা, সাহারুদ্দিনের সাথে ড্র করেন।
তবে মারুফা আজাদ সুকন্যা আহমদ, আকিলাহ সাইহিরার কাছে হেরে যান।
আগামীকাল ২৩ নভেম্বর রাত ৮টায় বাংলাদেশ তৃতীয় রাউন্ডে মোকাবিলা করবে।
চেসবিডি.কম/এমএ