
মাশুর নেওয়াজ চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ১৭ সেপ্টেম্বর ২০২০
নটরডেম চেস ক্লাব আয়োজিত এনসেফালন ২.০ চেস টুর্নামেন্টের ব্লিটজ ফরম্যাটে একাডেমিয়ার মাশুর নেওয়াজ চ্যাম্পিয়ন হয়েছেন।
তবে সেরা নারী দাবাড়ু হয়েছেন রাজউক উত্তরা মডেল কলেজের তাসনিয়া তারান্নুম অর্পা।
বাংলাদেশ চেস এরেনার সহযোগিতায় ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ১৩৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
এদিকে ১৩ সেপ্টেম্বর টিম ইভেন্টে হাতিরঝিল চেস ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। এতে ৩৫টি দল প্রতিদ্বিন্দ্বতা করে।
চেসবিডি.কম/এমএ