
মুম্বাই টুর্নামেন্টে ১৪ বাংলাদেশি
মুম্বাই টুর্নামেন্টে ১৪ বাংলাদেশি
স্পোর্টস ডেস্ক, চেসবিডি.কম
মুম্বাই (ভারত) : ২৯ ডিসেম্বর ২০১৮
ভারতের মুম্বাইয়ে আগামিকাল রোববার থেকে আইআইএফএল ওয়েলথ চতুর্থ মুম্বাই আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স এবং চতুর্থ মুম্বাই আন্তর্জাতিক জুনিয়র টুর্নামেন্টে বাংলাদেশের জন দাবাড়ু অংশ নিচ্ছেন।
অংশগ্রহণকারী দেশি দাবাড়ুরা হলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, ফিদেমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ, উত্তরা সেন্টাল চেস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার সুব্রত বিশ্বাস, তিতাস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী, জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির মো. আবজিদ রহমান, মীর চেস ক্লাবের নাইম হক, ঢাকা নাইটস চেস ক্লাবের সাজ্জাদ কিশোর, আহসান আলী জুয়েল গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। এ আসরে ২০ দেশের ১৯ জন গ্র্যান্ডমাস্টার, ২ জন মহিলা গ্র্যান্ডমাস্টার, ২৬ জন আন্তর্জাতিক মাস্টার, ৭ জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ১২০ জন অংশ নিচ্ছেন।
এদিকে জুনিয়র টুর্নামেন্টে অংশ নিচ্ছেন গোল্ডেন স্পোর্টিং ক্লাবের তাহসিন তাজওয়ার জিয়া, এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ওয়ারসিয়া খুশবু, সৈয়দ রিদওয়ান, মারজুক চৌধুরী ও জাইফ খন্দকার। জুনিয়রে ৮ দেশের একজন আন্তর্জাতিক মাস্টার, একজন মহিলা আন্তর্জাতিক মাস্টার ও দুই জন ফিদেমাস্টারসহ ২৩৪ জন অংশ নিচ্ছেন।
চেসবিডি.কম/এমএ