
মোস্তফাই শীর্ষে
নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ১৪ মার্চ ২০২১
বঙ্গবন্ধু আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার অনূর্ধ্ব-২১০০ বিভাগের ষষ্ঠ রাউন্ড শেষে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গোলাম মোস্তফা ভূঁইয়া এককভাবে শীর্ষে রয়েছেন।
সাড়ে পাঁচ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছেন আফজাল হোসেন সাচ্চু ও মো. আবজিদ রহমান।
চার জন পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছেন। তারা হলেন মো. আবু হানিফ, ফিরোজ আহমেদ, মোহাম্মদ শফিকুল ইসলাম ও মো. আরিফুল আমিন।
আজ রোববার এনএসসি টাওয়ারের শহীদ ক্যাপ্টেন শেখ কামাল অডিটোরিয়াম লাউঞ্জে অনূর্ধ্ব-২১০০ বিভাগের ষষ্ঠ রাউন্ডে মোস্তফা ফিদেমাস্টার ইউনুস হাসানের বিরুদ্ধে ওয়াক ওভার পান।
তবে সাচ্চু উতেনকে, আবজিদ মো. সিদ্দিকুর রহমানকে, হানিফ ইয়াসির আরী খান ইভানকে, ফিরোজ টিপু সুলতানকে, শফিক করীম এম শাহিনকে ও আরিফ সব্যসাচী মন্ডলকে পরাজিত করেন।
আগামীকাল ১৫ মার্চ সোমবার বিকেল ৩টায় এনএসসি টাওয়ারের শহীদ ক্যাপ্টেন শেখ কামাল অডিটোরিয়াম লাউঞ্জে সপ্তম রাউন্ডে খেলা শুরু হবে।
চেসবিডি.কম/এমএ