
মোস্তাফাই শীর্ষে
নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ১৬ মার্চ ২০২১
বঙ্গবন্ধু আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার অনুর্ধ্ব-২১০০ বিভাগের অষ্টম রাউন্ড শেষে ৭.৫ পয়েন্ট নিয়ে গোলাম মোস্তফা ভূঁইয়া এককভাবে শীর্ষে রয়েছেন।
৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সুলতানা কামাল স্মৃতি পাঠাগারের ফিরোজ আহমেদ।
৬.৫ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে রয়েছেন স্পোর্টস বাংলার মো. আবজিদ রহমান, ক্যাসপারভ চেস ক্লাবের মো. মাজহারুল কবীর, ঢাকা চেস ক্লাবের আফজাল হোসেন সাচ্চু ও লিওনাইন চেস ক্লাবের মো. শওকত বিন ওসমান শাওন।
আজ মঙ্গলবার এনএসসি টাওয়ারের শহীদ ক্যাপ্টেন শেখ কামাল অডিটোরিয়াম লাউঞ্জে অষ্টম রাউন্ডে মোস্তফা আবজিদের সাথে ড্র করেন। ফিরোজ কাজী তাহেরুল ইসলামকে, মাজহারুল মো. আবু হানিফকে, সাচ্চু শেখ রাশেদুল হাসানকে ও শাওন মোহাম্মদ শফিকুল ইসলামকে পরাজিত করেন।
আগামীকাল বুধবার বিকেল ৩টায় এনএসসি টাওয়ারের শহীদ ক্যাপ্টেন শেখ কামাল অডিটোরিয়াম লাউঞ্জে নবম বা শেষ রাউন্ডে খেলা শুরু হবে।
চেসবিডি.কম/এমএ