
মৌলভীবাজারে টুটুল ধর অপরাজিত চ্যাম্পিয়ন
মৌলভীবাজারে টুটুল ধর অপরাজিত চ্যাম্পিয়ন
জেলা সংবাদদাতা
চেসবিডি.কম
মৌলভীবাজার : ১ মে ২০১৯
রবীন্দ্র সিংহ প্রথম আন্তর্জাতিক র্যাপিড টুর্নামেন্টে টুটুল ধর অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।তিনি ৭ ম্যাচে ৬.৫ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব অর্জন করেন।
এদিকে ৬ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েছেন নাসিরউদ্দিন অপু।
অপরদিকে মো. কামাল আহমেদ ৫.৫ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান লাভ করেছেন।
তবে ছয় জন ৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে চতুর্থ থেকে নবম হয়েছেন যথাক্রমে সনাতন জাহিদ, তৌহিদ ইসলাম, রাধা কিশোর সিংহ, অভিক সরকার, শাহ মাহফুজুল করিম ও মো. সিরাজুল ইসলাম।
উল্লেখ্য দিনব্যাপী এ টুর্নামেন্টে ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ৪৪ জন অংশগ্রহণ করেন। টুর্নামেন্টের গড় রেটিং ছিল ১২৬৭।
এ আসরে আরবিটারের দায়িত্ব পালন করেন শাহজাহান কবির।
চেসবিডি.কম/এমএ