
রিফাতকে হারিয়ে চমক দেখালেন স্মরন
রিফাতকে হারিয়ে চমক দেখালেন স্মরন
ক্রীড়া প্রতিবেদক, চেসবিডি.কম
ঢাকা, ২৩ নভেম্বর ২০১৮
ওমিকন ৪৪তম জাতীয় ’এ’ দাবা চ্যাম্পিয়শিপের উদ্বোধনী দিনেই দারুণ চমক দেখালেন বাংলাদেশ নৌবাহিনী দাবা দলের ক্যান্ডিডেটমাস্টার এস এম স্মরন । আজ শনিবার তিনি গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তারকে হারিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেন ।
এদিকে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান তনয় খুদে প্রতিভা গোল্ডেন স্পোর্টিং ক্লাবের তাহসিন তাজওয়ার জিয়া প্রথমবারের মতো জাতীয় দাবার মূলপর্বে খেলতে নেমে তিনিও দেখিয়েছেন চমক । হারিয়েছেন বাংলাদেশ নৌবাহিনী দাবা দলের ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদকে ।
অপরদিকে শেখ রাসেল চেস ক্লাবের শওকত হোসেন পল্লব বাংলাদেশ নৌবাহিনী দাবা দলের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিনের সাথে ড্র করেন ।
তবে শিরোপা প্রত্যাশী সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান জয় দিয়ে শুভ সূচনা করেছেন । তিনি উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার সুব্রত বিশ্বাসকে পরাজিত করেন ।
এছাড়া শেখ রাসেল চেস ক্লাবের আন্তর্জাতিক মাস্টার শাকিল উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষকে, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম ক্যান্ডিডেটমাস্টার ইকরামুল হক সিয়ামকে, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানকে, ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জী ক্যান্ডিডেটমাস্টার সাইফুল ইসলাম চৌধুরীকে, ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমান সুমন নাইম হককে, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন মো. শরীয়তউল্লাহকে, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ জাবেদ আল আজাদকে, স্বাধীন সরকার অনত চৌধুরীকে এবং মো. জামাল উদ্দিন ক্যান্ডিডেটমাস্টার মো. শরীফ হোসেনে পরাজিত করেন ।
এ বছর জাতীয় চ্যাস্পিয়নশিপে ২৬জন দাবাড়ু ১০ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন । বিজয়ীদের জন্য রয়েছে নগদ দুই লক্ষ টাকার অর্থ পুরস্কার ।
২৫ নভেম্বর রোববার বিকেল তিনটা জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের দাবা ক্রীড়া কক্ষে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে ।
চেসবিডি.কম/এমএ