
র্যাপিড টুর্নামেন্ট দুই ঘন্টা এগিয়ে আনলো ইউসিসিসি
নিজস্ব প্রতিবেদক চেসবিডি.কম ঢাকা : ২৪ জুলাই ২০২০
ইউসিসিসি অনলাইন র্যাপিড চেস টুর্নামেন্ট ২৫ জুলাই বিকেল ৪টার পরিবর্তে দুপুর ২টা থেকে lichess.org প্লাটফমে শুরু হবে।
বিজয়ীদের জন্য ১০০০ টাকার প্রাইজমানি রয়েছে। এরমধ্যে পুরস্কার হিসেবে থাকছে চ্যাম্পিয়ন : ৩০০ টাকা। রানারআপ : ২০০ টাকা। তৃতীয় থেকে সপ্তম : প্রত্যেকে ১০০ টাকা।
এ টুর্নামেন্টে অংশগ্রহণে কোনো এন্ট্রি ফি লাগবে না। এই আসরের স্পন্সর করছেন উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের (ইউসিসিসি) সদস্য মেহেদী হাসান।
৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে ১০ মিনিটের সাথে প্রতি চালে ২ সেকেন্ড ইনক্রিমেন্ট থাকছে।
নিচের লিঙ্কের মাধ্যমে টুর্নামেন্ট জয়েন করা যাবে : https://lichess.org/swiss/G1PK0ov8
চেসবিডি.কম/এমএ