
শীর্ষে থেকেই শিরোপার পথে নীড়
শীর্ষে থেকেই শিরোপার পথে নীড়
স্পোর্টস ডেস্ক, চেসবিডি.কম
তাসখন্দ (উজবেকস্তান), ২১ নভেম্বর ২০১৮
ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড় ওয়েস্টার্ন এশিয়া ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপে শীর্ষে থেকেই শিরোপার পথে এগিয়ে চলেছেন । উজবেকিস্তানের তাসখন্দে আজ (২১ নভেম্বর) সকালে সপ্তম রাউন্ডে তিনি ওপেন অনূর্ধ্ব-৮ বিভাগে স্বাগতিক উজবেকিস্তানে বখোদিরোভ উমরজানকে পরাজিত করেন । এর ফলে ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন ।
এদিকে অনূর্ধ্ব-৮ বিভাগে ওয়ারসিয়া খূশবু ২পয়েন্ট পেয়েছেন । তিনি স্বাগতিক উজবেকিস্তানের ডাভলতা সেভিনচের কাছে হেরেছেন ।
অপরদিকে বালিকা অনূর্ধ্ব-১০ বিভাগে ওয়াদিফা আহমেদ সাড়ে তিন পয়েন্ট পেয়েছেন । তিনি তাজিকিস্তানের সাইদোভিয়া নোজিয়াকে পরাজিত করেন । তবে একই বিভাগের ওপেনে সৈয়দ রিদওয়ান এখনো পয়েন্টের মুখ দেখেননি । তিনি হেরেছেন উজবেকিস্তানের ডুমানুলি সুলতানের কাছে ।
এছাড়া বালিকা অনূর্ধ্ব-১৪ বিভাগে মহিলা ক্যান্ডিডেটমাস্টার নোশিন আঞ্জুম চার পয়েন্ট সংগ্রহ করেছেন । তিনি উজবেকিস্তানের ডাভরোনোভা ডিওরাখনের সাথে ড্র করেন ।
তবে বালিকা অনূর্ধ্ব-১৬ বিভাগে কাজী জারিন তাসনিমের সংগ্রহ ৩ পয়েন্ট । তিনি স্বাগতিক উজবেকিস্তানের সাপারোভা সিতোরার কাছে পরাজিত হয়েছেন ।
২১ নভেম্বর উজবেকিস্তানের স্থানীয় সময় বিকেল তিনটায় অষ্টম রাউন্ডের খেলা শুরু হবে ।
চেসবিডি.কম/এমএ
Post navigation