
শীর্ষে যে ছয় জন
শীর্ষে যে ছয় জন
ক্রীড়া প্রতিবেদক, চেসবিডি.কম
ঢাকা, ১৯ নভেম্বর ২০১৮
সাইফ পাওয়ার ব্যাটারি ৪৪তম জাতীয় ’বি’ দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ড শেষে ৬ জন সাড়ে ছয় পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে রয়েছেন । তারা হলেন গোল্ডেন স্পোর্টিং ক্লাবের অনত চৌধুরী, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার সুব্রত বিশ্বাস, শেখ রাসেল চেস ক্লাবের শওকত হোসেন পল্লব, তিতাস ক্লাবের শফিক আহমেদ ও ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম এবং সিরাজগঞ্জের নাইম হক ।
এদিকে ছয় পয়েন্ট নিয়ে ৭ জন খেলোয়াড় দ্বিতীয় স্থানে অবস্থান করছেন । তারা হলেন বাংলাদেশ নৌবাহিনীর মোহাম্মদ জাভেদ, ময়মনসিংহের মো. জামাল উদ্দিন, নারায়ণগঞ্জের মহিলা ফিদেমাস্টার শারমীন সুলতানা শিরিন, ঢাকা সিটির মো. শরীয়তউল্লাহ, সিলেটের ক্যান্ডিডেটমাস্টার সাইফুল ইসলাম চৌধুরী, খুলনার শেখ মো. খায়রুল ইসলাম ও সিরাজগঞ্জের স্বাধীন সরকার ।
আজ সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের দাবা ক্রীড়া কক্ষে অষ্টম রাউন্ডে পল্লব তাহসিন তাজওয়ার জিয়াকে, নাইম উতেনকে, শরীয়ত জাবেদ আল আজাদকে, জাভেদ মহিলা ফিদেমাস্টার নাজরানা খান ইভাকে, শিরিন মো. আতাউর রহমানকে, জামাল নাসিম হোসেন ভূঁইয়াকে, সাইফুল মো. আবজিদ রহমানকে, স্বাধীন ক্যান্ডিডেটমাস্টার মাহতাবউদ্দিন আহমেদকে এবং খায়রুল নাসিরউদ্দিন অপুকে পরাজিত করেন ।
২০ নভেম্বর মঙ্গলবার বিকেল তিনটায় নবম বা রাউন্ডের খেলা শুরু হবে ।
চেসবিডি.কম/এমএ