
শীর্ষে সিয়াম, হানিফ ও ইভা
শীর্ষে সিয়াম, হানিফ ও ইভা
ক্রীড়া প্রতিবেদক, চেসবিডি.কম
ঢাকা, ১৫ নভেম্বর ২০১৮
তিতাস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার ইকরামুল হক সিয়াম, ঢাকা জেলার মোঃ.আবু হানিফ ও মানিকগঞ্জের মহিলা ফিদেমাস্টার নাজরানা খান ইভা টানা চার জয় নিয়ে সাইফ পাওয়ার ব্যাটারি ৪৪তম জাতীয় ’বি’ দাবা চ্যাম্পিয়নশিপের শীর্ষে রয়েছেন ।
তবে সাড়ে তিন পয়েন্ট সংগ্র করে ৭ জন দ্বিতীয় স্থানে রয়েছেন । তারা হলেন গোল্ডেন স্পোর্টিং ক্লাবের অনত চৌধুরী, ইসফট এরিনার উতেন, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার সুব্রত বিশ্বাস, শেখ রাসেল চেস ক্লাবের শওকত হোসেন পল্লব, নারায়ণগঞ্জের মহিলা ফিদেমাস্টার শারমীন সুলতানা শিরিন, সাতক্ষীরার মো. ইমদাদুল হক ও চট্টগ্রামের কুতুবউদ্দিন ।
আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের দাবা ক্রীড়া কক্ষে চতুর্থ রাউন্ডে হানিফ ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদকে, সিয়াম জাবেদ আল আজাদকে, ইভা ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরীকে, অনত বিশ্বজিৎ মন্ডলকে, সুব্রত মোহাম্মদ সাগরকে ও পল্লব অভিক সরকারকে পরাজিত করেন ।
কিন্ত শিরিন উতেনের সাথে, ইমদাদ কুতুবের সাথে ও ক্যান্ডিডেটমাস্টার মাহতাবউদ্দিন আহমেদ রবীন মো মতিউর রহমানের সাথে ড্র করেন ।
১৬ নভেম্বর শুক্রবার বিকেল সাড়ে তিনটায় হতে পঞ্চম রাউন্ডের খেলা শুরু হবে।
চেসবিডি.কম/এমএ