
সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়া অপরাজিত চ্যাম্পিয়ন
সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়া অপরাজিত চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ২০ এপ্রিল ২০১৯
বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল ফিদে র্যাপিড রেটিং টুর্নামেন্টে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৯ ম্যাচে ৮.৫ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব দেখান।
এদিকে বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম ৭.৫ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েছেন।
অপরদিকে ৭ জন দাবাড়ু ৭ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় থেকে নবম হয়েছেন যথাক্রমে সাইফ স্পোর্টিং ক্লাবের ফিদেমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, মো. শরীয়ত উল্লাহ, মো. আমিনুল ইসলাম পলাশ, মো. এনায়েত হোসেন, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, ফিদেমাস্টার মোহাম্মদ জাবেদ ও গোলাম মোস্তফা ভূঁইয়া।
এ ছাড়া ৬.৫ পয়েন্ট নিয়ে টাইব্রেকিংয়ে দশম থেকে দ্বাদশতম হয়েছেন দ্বীন মোহাম্মদ, শেখ রাশেদুল হাসান ও মো. নাসিম হোসেন ভূঁইয়া।
মগবাজার মধুবাগ আসাদুজ্জামান খাঁন কামাল অডিটোরিয়ামে দিনব্যাপী এ টুর্নামেন্টে ১২৯ জন দাবাড়ু অংশগ্রহণ করেন।বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীরা পেয়েছেন পঞ্চাশ হাজার টাকার অর্থ পুরস্কার।
চেসবিডি.কম/এমএ