
সারা জাগাচ্ছে আব্দুর রাজ্জাক চেস একাডেমি
সারা জাগাচ্ছে আব্দুর রাজ্জাক চেস একাডেমি
ক্রীড়া প্রতিবেদক, চেসবিডি.কম
ঢাকা : ৫ ফেব্রুয়ারি ২০১৯
জ্ঞানতাপস, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, প্রখ্যাত দাবাড়ু ও জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক এর স্মৃতি ধরে রাখতে একঝাক তরুণ সংগঠক ’আব্দুর রাজ্জাক চেস একাডেমি’ গড়ে তুলে নতুন নতুন দাবাড়ু তৈরির চেষ্টা করছেন।
প্রতি শুক্রবার ও শনিবার বিকেল ৩ থেকে চলে দাবা শেখা ও দাবাচর্চার বিশেষ ক্লাস। দাবা শেখতে আগ্রহী আর দাবাপ্রেমীদের জন্য উন্মুক্ত এ বিশেষ কর্মশালায় নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল।
তবে অতিথি প্রশিক্ষক হিসেবে একাডেমিতে প্রশিক্ষণ দিচ্ছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। এটিকে অরগানাইজড করছেন আন্তর্জাতিক আরবিটার হারুন অর রশিদ।
আগ্রহী দাবাড়ু দের জন্য সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ দেওয়া হয় জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠ, বাড়ি : ৭০, রোড : ৭/এ ধানমন্ডি, ঢাকা এ ঠিকানায়। প্রশিক্ষণ রুমে রয়েছে দাবার সেট, দাবা ঘড়ি ও একটি দাবা লাইব্রেরি।যেখানে দাবার অনেক দুর্লভ বই পাওয়া যায়।
চেসবিডি.কম/এমএ