
সার্বিয়াকে রুখে দিল ইউসিসিসি
নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ১১ জুলাই ২০২১
চেস.কম ক্লাবস লিগের (সেশন-৩; ডিভিশন ‘এ’) পঞ্চম রাউন্ডে সার্বিয়ার চেস ক্লাব পলিটিকাকে রুখে দিয়েছে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব (ইউসিসিসি)।
১০ জুলাই অনলাইন প্লাটফর্মে ক্লাবস লিগের র্যাপিড ম্যাচে ১২টি বোর্ডে হাড্ডাহাড্ডি লড়াই করে ইউসিসিসি ১৩.৫-১০.৫ পয়েন্টে জয় লাভ করে।
র্যাপিড ম্যাচে জয়ের পর ব্লিট্জ ইভেন্টে বাংলাদেশের এই ক্লাবটির নূন্যতম ড্র প্রয়োজন ছিল। কিন্তু সুবিধাজনক অবস্থানে থেকেও ১৪টি বোর্ডে ব্লিট্জ ম্যাচে ইউসিসিসি পরাজয় বরণ করে ১৩.৫-১৪.৫ পয়েন্টে।
এর ফলে সার্বিয়ার চেস ক্লাব পলিটিকার সঙ্গে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবকে।
এ ড্রয়ের ফলে লিগের প্রথম পাঁচ ম্যাচে ২ জয়, ১ পরাজয় এবং ২ ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষ পাঁচের মধ্যে অবস্থান করছে ইউসিসিসি।
লিগের ষষ্ঠ রাউন্ডের খেলা আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে।
চেসবিডি.কম/এমএ