
সিলেটে সনাতন জাহিদ অপরাজিত চ্যাম্পিয়ন
সিলেটে সনাতন জাহিদ অপরাজিত চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক
চেসবিডি,কম
সিলেট : ২০ জুলাই ২০১৯
সিলেটে ব্রেইনস্ট্রোম র্যাপিড রেটিং টুর্নামেন্টে ৭ ম্যাচে তিন জন ৬ পয়েন্ট সংগ্রহ করায় টাইব্রেকিং পদ্ধতিতে সনাতন জাহিদ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।
তবে সমান সংখ্যক ৬ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে যথাক্রমে মো. আসিফুর রহমান রানারআপ এবং ফয়সাল আহমেদ তৃতীয় স্থান লাভ করেন।
এই র্যাপিড আসরের টুর্নামেন্ট ডিরেক্টর ছিলেন কামাল আহমেদ। খেলা পরিচালনা করেন শাহজাহান কবীর।
দুইদিনব্যাপী এ টুর্নামেন্টে ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ৫৫ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে ননরেটেড ছিলেন ৩২ জন।
চেসবিডি.কম/এমএ