
স্পন্দন দাবা টুর্নামেন্টে আবজিদ অপরাজিত চ্যাম্পিয়ন
স্পন্দন দাবা টুর্নামেন্টে আবজিদ অপরাজিত চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ২৮ ডিসেম্বর ২০১৯
মো. আবজিদ রহমান স্পন্দন ফিদে স্ট্যান্ডার্ড অনূর্ধ্ব ২১০০ রেটিং টুর্নামেন্টে ৬ ম্যাচে ৫.৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।
তবে ৫ পয়েন্ট সংগ্রহ করে তিন জনের মধ্যে টাইব্রেকিং পদ্ধতিতে আফজাল হোসেন সাচ্চু রানারআপ হয়েছেন।
সমান পয়েন্ট নিয়ে অপর দুই জনের মধ্যে জুয়েল খান তৃতীয় এবং গোলাম মোস্তফা ভূঁইয়া চতুর্থ স্থান লাভ করেন।
উল্লেখ ৬ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ৫০ জন দাবাড়ু অংশগ্রহণ করেন।
চেসবিডি.কম/এমএ