
স্পন্দন র্যাপিডে ইলিয়াস অপরাজিত চ্যাম্পিয়ন
স্পন্দন র্যাপিডে ইলিয়াস অপরাজিত চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ১ মার্চ ২০১৯
দাবাড়ু স্পন্দন চেস ক্লাব আন্তর্জাতিক র্যাপিড টুর্নামেন্টে ইলিয়াস শাহ সাত ম্যাচে সাড়ে ছয় পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।
তবে ছয় পয়েন্ট পেয়ে টাইব্রেকিং পদ্ধতিতে মো. রফিকুল ইসলাম রানারাআপ ও মো. আবদুর রউফ তৃতীয় স্থান লাভ করেছেন।
এদিকে সাড়ে পাঁচ পয়েন্ট সংগ্রহ করে মো. মুকিতুর রহমান রিপন চতুর্থ ও মো. সিদ্দিকুর রহমান পঞ্চম হয়েছেন।
অপরদিকে পাঁচ পয়েন্ট নিয়ে টাইব্রেকিংয়ে ষষ্ঠ থেকে দশম হয়েছেন যথাক্রমে রুবেল হোসেন, গিয়াসউদ্দিন আহমেদ, মো. আনোয়ার হোসেন দুলাল, রাকিব আহমেদ সালেহ ও মো. রমজান আলী।
এ আসরে ননরেটেডরা তো বটেই সেই সঙ্গে বিলো ২০০০ রেটেড দাবাড়ুরাও খেলার সুযোগ পান।
সাত রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ৬০ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। বিজয়ীদের জন্য ছিল ১৫ হাজার টাকার অর্থ পুরস্কার।
উল্লেখ্য ১ মার্চ শু্ক্রবার দিনব্যাপী এ টুর্নামেন্ট পাইকপাড়া স্টাফ কোয়ার্টার পশ্চিম পাড়, কিয়াংসি চাইনিজের দক্ষিণে মিরপুর এ ঠিকানায় অনুষ্ঠিত হয়।
চেসবিডি.কম/এমএ