
হার দিয়ে শুরু করলো বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ২১ নভেম্বর ২০২০
ফিদে ওয়ার্ল্ড ডিসএবিলিটিস চেস অলিম্পিয়াডে টিম বাংলাদেশ হার দিয়ে শুরু করেছে।
আজ ২১ নভেম্বর রাতে প্রথম রাউন্ডে লাল-সবুজের দল ০-৪ পয়েন্টে পোল্যান্ড-১ কাছে হেরে যায়।
বাংলাদেশের মো. খোরশেদ আলম পোল্যান্ডের ফিদেমাস্টার মার্সিন মোলেন্ডার কাছে, সৈয়দ এজাজ হোসেন লুকাসজ নওকের কাছে, বাপ্পী সরকার আলেকসান্দার কোরোসজেজের কাছে ও মারুফা আজাদ সুকন্যা আলিকজা জাকিমকজুকের কাছে পরাজিত হন।
তবে শক্তিশালী পোল্যান্ডের বিপক্ষে তুলনামূলকভাবে বাংলাদেশ ভাল খেললেও বিশেষ করে বাপ্পী ও সুকন্যা_এই দুটি বোর্ডে তারা চমৎকার পজিশন থেকেও জয় তুলে নিতে পারেননি।
উল্লেখ্য প্রথমবারের মতো এ আসরে ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে বিশ্বের ৪৪টি দেশের ৬০টি দল অংশগ্রহণ করছে।
আগামীকাল ২২ নভেম্বর রাত ৮টায় বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে মোকাবিলা করবে।
চেসবিডি.কম/এমএ