
হেরেই চলেছেন রানী হামিদ
হেরেই চলেছেন রানী হামিদ
স্পোর্টস ডেস্ক
চেসবিডি.কম
জিয়াংতাই (চীন) : ১০ জুন ২০১৯
মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ এশিয়ান কন্টিনেন্টাল চেস চ্যাম্পিয়নশিপে হেরেই চলেছেন। এ নিয়ে তিনি টানা চারটি ম্যাচই পরাজয়ের মুখ দেখেছেন।
আজ সোমবার চীনের জিয়াংতাইয়ে চতুর্থ রাউন্ডে মাস্টার রানী হামিদ (১৯২৯) উইমেন্স বিভাগে ইরানের মহিলা ফিদেমাস্টার মাহদিয়ান অনুষার (২০৭৮) কাছে হেরে যান।
এদিকে ওপেন বিভাগে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগও (২২০৪) পরাজিত হয়েছেন।পরাগ ফিলিপাইনের গ্র্যান্ডমাস্টার লেলো ডারউইনের (২৪৩৩) কাছে হেরেছেন।
গুরুত্বপূর্ণ এই চ্যাম্পিয়নশিপে চিফ আরবিটার হিসেবে ম্যাচগুলো পরিচালনা করছেন আন্তর্জাতিক আরবিটার হারুন অর রশিদ।

১১ জুন পঞ্চম রাউন্ডে পরাগ তাইপের ক্যান্ডিডেটমাস্টার বাই অ্যাডেলার্ডের (২০৭৪) সাথে এবং রানী হামিদ জাপানের মহিলা ক্যান্ডিডেটমাস্টার কজিমা নাতসুমির (১৭১১) সাথে মোকবেলা করবেন।চীনের স্থানীয় সময় দুপুর দুইটায় খেলা শুরু হবে।সূত্র : chess-results.com
উল্লেখ্য ৪ ম্যাচ শেষে পরাগ ১ পয়েন্ট পেলেও রানী হামিদ এখনো পয়েন্টের মুখ দেখেননি।বাংলাদেশ দাবা ফেডারেশনের অর্থায়নে দেশের এই দুই দাবাড়ু অংশ নিচ্ছেন।
চেসবিডি.কম/এমএ