
হোলি কাপ টুর্নামেন্টে রাহী মাসুম
হোলি কাপ টুর্নামেন্টে রাহী মাসুম
স্পোর্টস ডেস্ক
চেসবিডি.কম
রাজস্থান (উদয়পুর) : ২৮ মার্চ ২০১৯
ভারতের রাজস্থানের উদয়পুরে আজ ২৮ মার্চ বৃহস্পতিবার থেকে তৃতীয় হোলি কাপ লেকসিটি ওপেন ফিদে রেটিং টুর্নামেন্ট শুরু হচ্ছে।
গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. রাহী মাসুম এ আসরে অংশ নিচ্ছেন।
১১ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে বাংলাদেশ, নেপাল ও স্বাগতিক ভারতের ৪২৬ জন অংশ নিচ্ছেন।
এর মধ্যে ৬ জন আন্তর্জাতিক মাস্টার, ৩ জন ফিদেমাস্টার ও ২ জন ক্যান্ডিডেটমাস্টার রয়েছেন।
চেস ইন লেকসিটি আয়োজনে এ আসরের বিভিন্ন ক্যাটাগড়ির বিজয়ীদের জন্য রয়েছে আট লাখ রুপির অর্থ পুরস্কার।
উদয়পুরের অরবিট রিসোর্টে এ টুর্নামেন্ট ২৮-৩১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
চেসবিডি.কম/এমএ