
১০ জন শীর্ষে
১০ জন শীর্ষে
ক্রীড়া প্রতিবেদক, চেসবিডি.কম
ঢাকা, ১৫ নভেম্বর ২০১৮
সাইফ পাওয়ার ব্যাটারি ৪৪তম জাতীয় ’বি’ দাবা চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ড শেষে ১০ জন পূর্ণ ৩ পয়েন্ট শীর্ষে রয়েছেন । তারা হলেন ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ, উতেন, ক্যান্ডিডেটমাস্টার ইকরামুল হক সিয়াম, মো. ইমদাদুল হক, ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী, জাবেদ আল হামিদ, মো. আবু হানিফ, মহিলা ফিদেমাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ফিদেমাস্টার নাজরানা খান ইভা ও কুতুবউদ্দিন ।
আজ বৃহস্পতিবার সকালে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের দাবা ক্রীড়া কক্ষে তৃতীয় রাউন্ডে জাভেদ জামালউদ্দিনকে, উতেন কামাল আহমেদকে, সিয়াম ফয়সাল হোসেনকে, ইভা গোলাম মোস্তফা ভূঁইয়াকে, ইমদাদ মো. জাকারিয়াকে, সোহেল টুটুল ধরকে, কুতুব মো. শরীয়তউল্লাহকে, জাবেদ আনিচুজ্জামান জুয়েলকে, হানিফ মো. মুজিবুর রহমানকে ও শিরিন এ বি বাপ্পীকে পরাজিত করেন ।
আজ বিকেল চারটায় চতুর্থ রাউন্ডের খেলা শুরু হয়। ১৬ নভেম্বর শুক্রবার বিকেল সাড়ে তিনটায় পঞ্চম রাউন্ডের খেলা শুরু হবে।
চেসবিডি.কম/এমএ