
১৮৪৩ রেটেডের কাছে হার দিয়ে আইএম সাগরের শুরু
১৮৪৩ রেটেডের কাছে হার দিয়ে আইএম সাগরের শুরু
স্পোর্টস ডেস্ক, চেসবিডি.কম
গোয়া (ভারত), ১৩ অক্টোবর ২০১৮
গোয়া প্রথম অান্তর্জাতিক ওপেন গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতার উদ্বোধনী রাউন্ডেই হেরে গেলেন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন সাগর। আজ ১৩ অক্টোবর শনিবার গোয়ার ড. শ্যামা প্রসাদ মুখার্জ্জি ইনডোর স্টেডিয়ামে তামিলনাড়ুর আয়ুশ রবি কুমার (1843) সাগরকে (2328) পরাজিত করেন।
ভারতের পর্যটননগরী গোয়াতে অবশ্য প্রখম রাউন্ডে জয়ের মুখ দেখেছেন সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, শেখ রাসেল চেস ক্লাবের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ ও শেখ রাসেল চেস ক্লাবের ফিদেমাস্টার মেহেদি হাসান পরাগ। গোল্ডেন স্পোর্টিং ক্লাবের তাহসিন তাজওয়ার জিয়া ড্র করেছেন।
সুইস লিগ পদ্ধতির এ আসরে প্রথম রাউন্ডে জিয়া (2473) তামিলনাড়ুর হরশাদকে (1946), শাকিল (2247) তামিলনড়ুর এ্যামেচার গ্র্যান্ডমাস্টার ভিজিনেশেক (1767), নাসির (2234) গুজরাটের আগাম আদিত্যকে (1755) ও পরাগ (2209) অন্ধ্রপ্রদেশের শ্রীকরকে(1709) পরাজিত করেন।
এদিকে তহসিন (1825) তামিলনাড়ুর রাহুলের (2294) সাথে ড্র করে চমক দেখান।কিন্ত সাগর (2328) তামিলনাড়ুর আয়ুশ রবি কুমারের(1843) কাছে হেরে যান।
উল্লেখ্য ১০ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ১৭টি দেশের ২৮৫ জন অংশ নিচ্ছেন। এর মধ্যে গ্র্যান্ডমাস্টার ২৪ জন, মহিলা গ্র্যান্ডমাস্টার ৪জন, আন্তর্জাতিক মাস্টার ২৬জন, মহিলা অান্তর্জাতিক মাস্টার ৫জন, ফিদেমাস্টার ১৫জন, মহিলা ফিদেমাস্টার ৫জন, ক্যান্ডিডেটমাস্টার ৮ জন ও মহিলা ক্যান্ডিডেট মাস্টর ১জনসহ ৮৬জন টাইটেল হোল্ডার রয়েছেন।
১৪ অক্টোবর রোববার বাংলাদেশ সময় সকাল দশটায় ড. শ্যামা প্রসাদ মুখার্জ্জি ইনডোর স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।
চেসবিডি.কম/এমএ